এডিশন ডেস্ক::
খুলনা জেলার ফুলতলা উপজেলার জামিরা বাজারে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে একজন চাঁদাবাজ নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম মোঃ আলমগীর হোসেন (৩৫)।
শনিবার সন্ধ্যায় উপজেলার জামিরা বাজারে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর উপজেলার টোলনা গ্রামের হায়দার আলীর পুত্র।
সূত্র জানায় শনিবার সন্ধ্যার পর জামিরা বাজার থেকে ওই ব্যক্তিকে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি দেওয়া হয়।
পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।