এডিশন ডেস্কঃ
খুলনা ইয়ং বয়েজ ক্লাবের সাবেক পরিচালক মোঃ বাবুল এর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
পরিবারের দাবি এটা কোন স্বাভাবিক মৃত্যু নয়। বিকেলে তাকে ফোন দিয়ে বাসা থেকে ডেকে নেওয়া হয়। এবং কিছুক্ষণ আগে বাবুলের বাড়িতে ফোন দিয়ে জানানো হয় যে বাবুল অসুস্থ আপনারা দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। সাথে সাথে পরিবারের লোক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে বাবুলের মৃতদেহ দেখতে পায়।
হাসপাতাল সূত্রে জানা যায় দুজন ব্যক্তি বাবুলকে হাসপাতালে নিয়ে আসে এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে লোক দুইটি পালিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক জানাই পরিবারের সন্দেহ থাকলে মৃত দেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।