এডিশন ডেস্ক::
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নে সার্বিক আইন বিষয়ক মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, যদি কোন দুষ্কৃতিকারী স্বাভাবিক জীবনে ফিরে আসে তাহলে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে গাবুরা ও বিকাল ৪ টায় পদ্মপুকুর ইউনিয়ন পরিষদ মাঠে সার্বিক আইন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, পি,এস,সি অধিনায়ক,৩৭ বীর লেফটেন্যান্ট কর্নেল নাবিদ মনজুর, পি,এস,সি, সিগন্যাল পরিচালক অধিনায়ক নীলডুমুর লেফটেন্যান্ট কর্নেল মোঃ শাহরিয়ার রাজীব, সাতক্ষীরা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা র্যাবের কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ, সাব লেফটেন্যান্ট স্টেশন কমান্ডার কৈখালী কোস্টগার্ড রাসেল মিয়া, সাতক্ষীরা রেঞ্জার সহকারী বন কর্মকর্তা এ কে এম ফজলুল হক, শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইন, শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাসুদুল আলম, পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনায় সঞ্চালনা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম বলেন, বাংলাদেশের সবচেয়ে অবহেলিত ইউনিয়ন হলো গাবুরা ইউনিয়ন। এই ইউনিয়নে উন্নয়ন করতে হলে প্রশাসনের সর্বস্তরের সহযোগিতা প্রয়োজন। সুন্দরবনের জেলে বাওয়ালিদের কাছ থেকে বনদস্যুরা প্রতিনিয়ত মুক্তিপণ দাবি করে টাকা আদায় করছে। আমরা এর প্রতিকার চাই।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের মানুষের আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করতে দ্রুত সময়ের মধ্যে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে।