আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা।
শনিবার বিকেলে রাজধানীর মতিঝিল এলাকায় ঢাকা-৮ আসনের সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর পক্ষে এ প্রচারণায় অংশ নেন তিনি। এ সময় শরিফ ওসমান হাদীর লিফলেটও বিতরণ করতে দেখা যায় তাকে।
জানা যায়, ঢাকা-৮ আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী।








