এডিশন ডেস্কঃ
অক্লান্ত পরিশ্রম আর দীর্ঘ প্রক্রিয়া শেষে আঞ্চলিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অবশেষে অনেক প্রতিযোগী কে পিছনে ফেলে বাংলাদেশ স্কাউট এর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড ভূষিত হলো সাতক্ষীরা তালার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে দুইজন শিক্ষার্থী ১- ফাহমিদা ফেরদাউস, ২- উষসী মজুমদার। উল্লেখ উষশি মজুমদার প্রাথমিক শাপলা কার্ড অ্যাওয়ার্ড বিজয়ী শিক্ষার্থী।
তাদের এই অর্জনে তালার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদালয়ের শিক্ষকরা তাদের অভিনন্দন জানিয়েছে। এছাড়া ও তালা বাসীর পক্ষ থেকে তাদের জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়।