এডিশন ডেস্কঃ
বাগেরহাট সদর উপজেলার বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে চলছে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী।
সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আজিজুল বারী হেলাল এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান।
প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী অংশ নিয়ে সম্মেলনস্থলকে পরিণত করেছে মিলনমেলায়। দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে আনন্দ ও উৎসবের আমেজ।