এডিশন ডেস্কঃ
যশোরের বসুন্দিয়া বাজার থেকে এক মোটরসাইকেল চোর কে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে বাজারের লোকজন।
শনিবার ২০ সেপ্টেম্বর, সকাল ৮ টার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, এদিন ভোরে বাঘারপাড়া উপজেলার বাগডাঙ্গা গ্রামের ওহাব মোল্লার ছেলে জিয়ার মোল্লা, কৃষি পণ্য বেচাবিক্রির জন্য বসুন্দিয়া বাজারে যান।
এসময় তার প্লাটিনা মোটরসাইকেল টি বাজারের প্রথম গলির চাতালে রেখে কিছু দুর যেতেই ২৫/২৬ বছর বয়সী ওই যুবক মোটরসাইকেল টির ঘাড় লক ভেঙে নিয়ে যেতে চাইলে মোটরসাইকেলের মালিক জিয়ার মোল্লার চেঁচামেচিতে আশপাশের লোকজন চোরটি কে ধরে ফেলে। এসময় বাজারের লোকজন তাকে গণধোলাই দিয়ে রশি দিয়ে হাত বেধে রাখে।
পরক্ষণে বাজার কমিটির পক্ষ থেকে পুলিশ ক্যাম্পে খবর দিলে ওই চোর কে তাদের হেফাজতে নেয়। তবে হাতেনাতে ধরা পড়লেও তাৎক্ষণিকভাবে চোরের সঠিক নাম ঠিকানা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তার বাড়ি আশপাশের কোন গ্রামে হবে। এলাকাবাসি বলেছেন, প্রায়ই, বসুন্দিয়া বাজার থেকে সাইকেল, ভ্যান, সহ মোটরসাইকেল চুরি হচ্ছে।
মাঝেমধ্যে দুই একজন ধরা পড়লেও এর সাথে জড়িত সিন্ডিকেট দমন করা যাচ্ছে না। প্রতি নিয়ত সাইকেল, ভ্যান, মোটরসাইকেল চুরি হওয়ার কারণে, সাধারণ মানুষ এখন বসুন্দিয়া বাজার কে অনেকটা অনিরাপদ মনে করছেন।
এতেকরে একদিকে যেমন ঐতিহ্যবাহী এই বাজারের সুনাম নষ্ট হচ্ছে, অপরদিকে, নিত্য প্রয়োজনে এই বাজার থেকে মূখ ফিরিয়ে নিচ্ছে অনেক সাধারণ ক্রেতা বিক্রেতা।