এডিশন ডেস্কঃ
গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম সিরাজুল ইসলাম সিরাজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং পথসভা অনুষ্ঠান করেছেন।
গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়ন এর কাজির বাজার, মানিকদাহ লঞ্চঘাট, উরফি ইউনিয়নের মানিহার বাজার সহ বিভিন্ন এলাকায় তিনি এই প্রচার-প্রচারণা চালান।
এ সময় তিনি বলেন, গোপালগঞ্জের মানুষ কখনোই ভোট দিতে পারেনি আমরা গোপালগঞ্জের মানুষের ভোট নিশ্চিত করব। মানুষ এই নির্বাচনে শান্তিতে ভোট দিতে পারবে। অন্তত একটি বার হলেও বিএনপির মনোনীত প্রার্থী কে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান তিনি। তাহলে গোপালগঞ্জে অনেক উন্নয়ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। যথাসময়ে আগামী নির্বাচন হবে, আর তাই আমরা বিএনপির কেন্দ্রের সিদ্ধান্ত অনুয়ায়ী নির্বাচনী প্রচারনা চালাতে মাঠে নেমেছি।
এ সময় গোপালগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক রানা মোল্যা, সাবেক কাউন্সিলর কবির মুন্সি, সদর উপজেলা সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ফকির,সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস,এম, তরিকুল ইসলাম তারেক সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রিপন, কাশিয়ানী উপজেলারসাংগঠনিক সম্পাদক ইয়াকুব মিয়া, সাবেক আহ্বায়ক গোপালগঞ্জ জেলা তরুণ দল এহসানুল হক মিল্কি, সাবেক সাধারণ সম্পাদক টুটুল শেখ , সহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।