এডিশন ডেস্কঃ
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া শংকরপাশা খেয়াঘাটে আজ ২০ সেপ্টেম্বর শনিবার দুপুরে একটি বড় জাহাজের ধাক্কায় যাত্রীবোঝাই নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খেয়াঘাট থেকে যাত্রী নিয়ে নৌকাটি নদী পার হচ্ছিল।এসময় মালবোঝাই একটি জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে নৌকাটিকে ধাক্কা দিলে মুহূর্তেই নৌকাটি উল্টে যায়।
এ ঘটনায় স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযানে নামে। অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অভিযোগ করেন, খেয়াঘাট এলাকায় জাহাজ চলাচলের সময় কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। তারা নিরাপদ যাতায়াতের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।