এডিশন ডেস্কঃ
সাতক্ষীরা তালায় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)কতৃক উত্তরন সংস্থার উপকারভোগী মহিলাদের নিয়ে উন্মুক্ত আলোচনা,গনশুনানী অনুষ্ঠিত হয়।
আজ ২১ সেপ্টেম্বর ( রবিবার) সকাল ১১ ঘটিকায় উত্তরন (আইডিআরটি) ট্রেনিং সেন্টারের কনফারেন্স রুমে উত্তরন পরিচালক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এমআরএ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন মুহাম্মদ শহিদুল ইসলাম,পরিচালক , এম আরএ। মোঃ আবু বকর সিদ্দিক, যুগ্ম-পরিচালক, এম আরএ। মোঃ রবিউল ইসলাম, সহকারী পরিচালক, এম আরএ। মিনহাজুল আবেদিন,সহকারী পরিচালক, এম আরএ।পলাশ চন্দ্র দাস উপ সহকারী পরিচালক, এম আরএ, মোঃ আবদুল কাইয়ুম আজাদ,প্রোগ্রাম ম্যানেজার,উত্তরন।
এর আগে সকালে জাতপুর সমকাল উত্তরন অফিসে ১৫ জন নারীদের মাথাপিছু ( ১৪ হাজার টাকা) আইজিএ উপকরন বিতরন করা হয়। একই সাথে উপকারভোগীরা তাদের উপকারের বিভিন্ন সফলার কথা বর্ননা করে।