এডিশন ডেস্কঃ
এক সপ্তাহের ব্যবধানে সুন্দরবন ভ্রমণে এসে এবার মারা গেছেন বিদেশি এক নারী পর্যটক। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালেই পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য স্টেশনের ঘাটে জাহাজে অবস্থানকালে প্রাণ হারান ৫৭ বছর বয়সী কারমেল নইলিন।
খবর পেয়ে বনবিভাগ, কোস্ট গার্ড ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে খোঁজখবর নেন। পরে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে।
বনবিভাগ জানায়, স্ট্রোকজনিত কারণে কারমেল নইলিনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আয়ারল্যান্ডের নাগরিক ছিলেন এবং স্বামীসহ অন্যান্য বিদেশি পর্যটকদের সঙ্গে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর কচিখালী অভয়ারণ্য স্টেশনের ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে মারা গিয়েছিলেন ১৬ বছর বয়সী মাহিত আব্দুল্লাহ নামের এক কিশোর পর্যটক।
আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান।
স্থানীয় বন কর্মকর্তারা পর্যটকদের আরও সচেতন হওয়ার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার গুরুত্ব পুনরায় জোর দিয়ে বলেছেন, সুন্দরবন ভ্রমণকালে সকলকে সতর্ক থাকার প্রয়োজন।