এডিশন ডেস্ক::
চার দিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি খুলনার ডুমুরিয়া উপজেলার সালেহা বেগম (৪৫) এর। নিখোঁজ সালেহা বেগম খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সাজিয়াড়া গ্রামের আব্দুল মজিদ এর স্ত্রী।
গত ১৯/০৮/২০২৫ খ্রি. সকাল আনুমানিক ০৮.০০ ঘটিকায় বাড়ি থেকে কাউকে কিছু না বলে কোথায় যেন বেরিয়ে যান। পরবর্তীতে তিনি আর বাড়িতে ফিরে আসেননি।
ভিকটিমের পবিবারের লোকজন তাহাদের আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও অদ্যাবধি তাঁর কোন সন্ধান পাইনি।
বর্ণনা:
উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি
মুখমণ্ডল: গোলাকার
গায়ের রং: ফর্সা
গঠন: মোটা
পরনে: কালো রঙের বোরকা
যদি কেউ উক্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পান বা কোন তথ্য জানেন, অনুগ্রহপূর্বক ডুমুরিয়া থানা পুলিশকে দ্রুত জানাবেন।
মোবা-০১৩২০৫৯৪২৩১