এডিশন ডেস্কঃ
৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫ বালক ও বালিকাদের হ্যান্ডবল প্রতিযোগিতা সেনহাটী সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দল অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা, শক্তি ও দলীয় সমন্বয় প্রদর্শন করছে।

খেলোয়াড়রা আন্তরিক উদ্দীপনা ও ক্রীড়াসুলভ মানসিকতা নিয়ে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে, যা খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ আরও বাড়িয়ে তুলছে।
প্রতিযোগিতাকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতি প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।
ক্রীড়ার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করছে।
এমন আয়োজন তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও জাতীয় অগ্রগতিতে অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেছেন।