এডিশন ডেস্কঃ
লামা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আজ উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ বছর উপজেলায় মোট ৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। পূজা মণ্ডপগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থা নিশ্চিত করা হবে।”
এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “পূজা মণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন থাকবে। সবাইকে সতর্ক থাকতে হবে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে।”
সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।