এডিশন ডেস্কঃ
সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল কাইয়ুম আবুর বিরুদ্ধে ঘরবাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর এবং খাল দখলের অভিযোগ উঠেছে। বিষয়টা নিয়ে মোঃ আব্দুর রশিদ থানায় লিখিত অভিযোগ করে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ধুমঘাট (শিলতলা) গ্রামে দীর্ঘদিন ধরে জমি ও খাল দখল নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি সেই বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ভুক্তভোগীদের অভিযোগ, গত রবিবার ১১টার দিকে ছাত্রদল সভাপতি আবু এবং তার সহযোগীরা পরিকল্পিতভাবে তাদের ঘরবাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে এবং খাল দখলের চেষ্টা চালায়।
উল্লেখ্য, এর আগেও আব্দুল্লাহ আল কাইয়ুমের বিরুদ্ধে হরিনগর ছাত্তার মোড়লের ঘের দখল ও মুন্সিগঞ্জ জেলেখালি খাল দখলের অভিযোগ সহ নানান অপকর্মের অভিযোগ রয়েছে।
অভিযোগকারি আব্দুর রশিদ বলেন, বহু বছর ধরে ওই খাল ব্যবহার করে আসছি। আমার ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে, সম্পদ নষ্ট করা হয়েছে। খালের নেট-পাটা ভেঙে আমাদের খাল ছেড়ে না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”
প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন জানান, গতকাল ছাত্রদল সভাপতি মোঃ আব্দুল্লাহ আল কাইয়ুমে নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী রড-লাঠিসোটা নিয়ে আব্দুর রশিদের বাড়িতে হামলা চালায়। খালের নেট-পাটা ঘেরা ভেঙে ফেলে এবং তাদেরকে হুমকি দিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা নমিতা রানী বলেন, “আবু প্রাইভেটকার থেকে নেমে তার বাহিনী নিয়ে রশিদের বাড়িতে হামলা করে। তারা মোটরসাইকেল ও ঘরবাড়ি ভাঙচুর করে এবং খালে যেতে নিষেধ করে প্রাণনাশের হুমকি দেয়।”
অভিযোগের বিষয়ে ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আল কাইয়ুম আবু জানান, “আমার এক আত্মীয়ের সাথে রশিদ নামের একজনের ঝগড়া হয়েছিল। আমি সেটা মীমাংসা করার জন্য গিয়েছিলাম। তার বাইরে অন্য কোনো ঘটনার সাথে আমি জড়িত নই। ভাঙচুর বা খাল দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”
শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ সোলায়মান কবির বলেন, বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নাম ভাঙ্গিয়ে যদি কেউ দখলবাজ ও অপরাধমূলক কাজে জড়িয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে দল কঠিন ব্যবস্থা গ্রহণ করবে।