এডিশন ডেস্কঃ
দিঘলিয়ায় ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উপজেলা পর্যায়ের ফুটবল প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডে হাড্ডাহাড্ডি লড়াই শেষে সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয় সেমিফাইনালে উন্নীত হয়েছে।
আজ ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত খেলায় টাইব্রেকারে সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয় ৩-১ গোলে বারাকপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে শেষ চারে জায়গা করে নেয়।
খেলার নির্ধারিত সময়ে দুই দলই গোলশূন্য ড্র করায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই সুগন্ধি স্কুলের খেলোয়াড়রা স্নায়ুচাপ সামলে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে। অপরদিকে বারাকপুর মাধ্যমিক বিদ্যালয় গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়।
জয়ের ফলে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয়। আগামীকাল (বুধবার) দুপুর ২টা ৩০ মিনিটে বারাকপুর স্কুল মাঠে অনুষ্ঠিতব্য সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে গাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়। স্থানীয় খেলাপ্রেমীরা উল্লেখযোগ্য এই ম্যাচ উপভোগের জন্য মাঠে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।