1. khulnaedition@gmail.com : Khulna Edition : Khulna Edition
  2. md.ahsanulrobiul@gmail.com : Ahsanul Islam : Ahsanul Islam
  3. hasanur321@gmail.com : হাসানুর রহমান : হাসানুর রহমান
  4. habibullahbhola467@gmail.com : মোঃ হাবিবুল্লাহ : মোঃ হাবিবুল্লাহ
  5. imranbinrabiul@gmail.com : Md Imran Nazir : Md Imran Nazir
  6. mizan070301@gmail.com : মোঃ মিজানুর রহমান : মোঃ মিজানুর রহমান
  7. mahedihasananas@gmail.com : Mahedi Hasan Anas : Mahedi Hasan Anas
  8. zakirnet@yahoo.com : SM ZAKIR Hossain : SM ZAKIR Hossain
  9. admin@www.khulnaedition.com : খুলনা এডিশন :
  10. zaberhosen1143@gmail.com : মোঃ জাবের হোসেন : মোঃ জাবের হোসেন
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জে তাহিরপুরের মৎস্যজীবিরা চলতি নদীতে বড়শি দিয়ে মৎস্য আহরণে বাঁধা,লিখিত অভিযোগ দায়ের বর্ষীয়ান রাজনীতিবিদ শামসুর রহমান এর বর্ণাঢ্য জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল  পাইকগাছার চাঁদখালীতে এ্যাড মোমরেজুল ইসলামের গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ  জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বাগআঁচড়া শাখার নবগঠিত কমিটির সদস্যদের সংবর্ধনা যশোর সদর হাসপাতাল থেকে মহিলা পকেটমার আটক শ্যামনগরে সিসিডিবির  জলবায়ু সহনশীল কমিটি গঠন  গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ডা: জাকির নায়েকের বাংলাদেশ সফরের বিষয়ে ভারতের মন্তব্যের জবাবে বাংলাদেশ আবারও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হলেন ডা. শফিকুর রহমান

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযে রিসার্চ ফেলোশীপ চালু

মোঃ মাসুদুর রহমান, যশোর জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

এডিশন ডেস্কঃ 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণামুখী করার লক্ষ্যে রিসার্চ ফেলোশিপ চালু করা হয়েছে। এর আওতায় শিক্ষার্থীরা ১২ মাস পর্যন্ত প্রতি মাসে ২ হাজার ৫শ টাকা করে ত্রিশ হাজার টাকা ফেলোশিপ হিসেবে বৃত্তি পাবেন। এছাড়া, যে সকল শিক্ষার্থী ২ বছরের মাস্টার্স কোর্সে (রিসার্চ মাস্টার্স) অংশগ্রহণ করবেন তারা ১৮ মাস পর্যন্ত প্রতি মাসে ৩ হাজার টাকা করে মোট ৫৪ হাজার টাকা ফেলোশিপ হিসেবে পাবেন।তবে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে মাস্টার্সে ফেলোশিপ পাওয়া শিক্ষার্থীদেরকে কমপক্ষে একটি প্রকাশনা প্রকাশের শর্ত হয়েছে।

২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আব্দুল মজিদ নানা সাফল্য তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।মতবিনিময় সভায় জানানো হয়

যবিপ্রবি গবেষণায় আরও একধাপ এগিয়ে যাবে। যবিপ্রবির শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে ইতোমধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়ন ইমপ্রুভিং কম্পিউটার অ্যান্ড সফট ইঞ্জিনিয়ারিং টারসিয়ারি এডুকেশন প্রজেক্ট (আইসিএসইটিইপি) এর আওতায় প্রায় ৩০৬ কোটি টাকার প্রকল্প প্রদান করা হয়েছে। এই কাজ চলমান। এই প্রকল্পের আওতায় সিএসই বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হচ্ছে। এই প্রকল্পের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য সেমিনার, কনফারেন্সসহ নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সিএসই বিভাগের জন্য নতুন একাডেমিক ভবন, ইনকিল সেন্টারসহ উন্নতমানের ল্যাব নির্মাণের কাজ চলমান রয়েছে। এই প্রকল্প সফল হলে যবিপ্রবি তথ্য ও প্রযুক্তিতে এগিয়ে যাবে।তিনি আরো উল্লেখ করেন বাংলাদেশের ৫৫ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এই প্রকল্পটি পেয়েছে। শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যবিপ্রবিতে সেন্টার ফর ট্রেইনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট (সিটিএসডি) যাত্রা শুরু করেছে। এই সেন্টার শিক্ষার্থীদের সফট্ স্কিল এবং ভাষা শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখবে।

শুরুতে এই সেন্টারে ইংরেজি শিক্ষার পাশাপাশি অন্য ভাষা এবং সফট্ স্কিল ডেভেলপমেন্টের সুযোগ থাকছে। এই সেন্টার প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের কর্ম-উপযোগী করে তোলা এবং আন্তর্জাতিক পরিমন্ডলের প্রতিযোগিতায় দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা। এই সেন্টারে বিভিন্ন ভাষা শিক্ষার কোর্স যেমন- ইংরেজি, জাপানি, চায়নিজ, জার্মান, অ্যারাবিক, কোরিয়ান, ফ্রেন্স ও স্প্যানিশ ভাষা শিক্ষার সুযোগ থাকবে। এছাড়াও সফট্ স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করা হবে, যা শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধান এবং নেতৃত্ব দেয়ার মতো গুরুত্বপূর্ণ দক্ষতা বিকাশে ভূমিকা রাখবে বলে উল্লেখ করা হয়।

যশোরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যেন এই সুবিধা পেতে পারে সে লক্ষ্যে যশোর শহরে এই সেন্টারের একটি শাখা খোলার পরিকল্পনা রয়েছে। এই কার্যক্রম দেশের বেকারত্ব হ্রাসকরণে ও কর্মসংস্থানের অভাব দূরীকরণে যবিপ্রবি ইনোভেশন অ্যান্ড স্টার্ট-আপ সাপোর্ট সেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। উদ্যোক্তা হলে সব ধরনের সহায়তার ঘোষণা দেয়া হয়েছে। যদি কোনো শিক্ষার্থী আইডিয়া ইনোভেশন করে সফল হতে পারে, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার জন্য দুই বছর বিনা মূল্যে অফিস সার্ভিস দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা বাংলাদেশের বিশ্ববিদ্যালগুলোর মধ্যে প্রথম কোনো বিশ্ববিদ্যালয় হিসেবে যবিপ্রবি এ ধরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ বিশ্ববিদ্যালয়ে রয়েছে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আইকিউএসি সেলকে সহায়তা করতে গঠন করা হয়েছে অ্যাক্রেডিটেশন সাপোর্ট সেল। এই সেল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের কার্যক্রমকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য কাজ করবে। এর মাধ্যমে বিভাগসমূহের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের স্বীকৃতি সংস্থা যেমন BAC, BAETE, ABET, AUN-QA ইত্যাদির অ্যাক্রেডিটেশন অর্জনেও সহায়তা প্রদান করা হবে।

সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর হোসেন আল মামুন, প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোক সমাজ ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নানটু, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানসহ ও মোঃ মাসুদুর রহমান যশোরের সিনিয়র সাংবাদিকবৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত খুলনা এডিশন-২০২৫
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট