এডিশন ডেস্ক::
যশোরের শার্শায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্ততঃ পয়তাল্লিশ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
সোমবার রাত ১১ টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের জামতলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দা আরিফ জানান, হঠাৎ রাতে বাজারে একটি দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন।
মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে বড় মুদি দোকান মেসার্স জলিল ষ্টোর, একটি চায়ের দোকান ও একটি ঔষধের দোকান পুড়ে যায়। পরে ফায়ারসার্ভিস ও স্থানীয়রা এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে সব চেয়ে বেশী ক্ষতি হয়েছে মেসার্স জলিল ষ্টোর নামে ওই মুদি দোকানে। মূল্যবান মালামাল পুড়ে অন্তত পাঁচিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মেসার্স জলিল ষ্টোর এর স্বত্বাধিকারী আব্দুল জলিল বলেন,তার দোকানে প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল ছিলো।সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।তিনি সম্রতি সোনালী ব্যাংক থেকে ৩৫ লক্ষ টাকা বিনিয়োগ নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে মালামাল উঠিয়ে ছিলেন।তার সব আশাভরসা শেষ করে দিয়েছে আগুন।এ সময় তার আহাজারিতে এলাকার মানুষজন শোকস্বদ্ধ হয়ে উঠেন।
শার্শা থানার সেকেন্ড অফিসার মোশাররফ হোসেন জানান,খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস এক সাথে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।