এডিশন ডেস্ক::
সাতক্ষীরার শ্যামনগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করতে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির স্থানীয় নেতৃবৃন্দ ও বাংলাদেশ জামায়াত ইসলামী শ্যামনগর উপজেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান সভাপতিত্ব করেন এবং সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু রবীন্দ্র নাথ বিশ্বাস, সিনিয়র সভাপতি কৃষ্ণনন্দ মুখার্জী, সেক্রেটারি অ্যাডভোকেট কৃষ্ণ পদ, উপদেষ্টা প্রভাষক পরিমল কৃষ্ণ মণ্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কৃষ্ণপদ মণ্ডল, যুগ্ম আহ্বায়ক মহাদেব বাবু, সদস্য সচিব কিরণ কুমার ও ভুরুলিয়া ইউনিয়ন কমিটির তপন কুমার মণ্ডল উপস্থিত ছিলেন।
সভায় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে পূজা চলাকালে বাদঘাটা সড়ক সংস্কার, নারীদের নির্বিঘ্ন চলাচলের ব্যবস্থা, যানজট নিরসন এবং মোটরসাইকেলের কাগজপত্র যাচাইয়ের নামে সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি জানানো হয়। এছাড়া পূজার সময় আজান ও নামাজের সময়ে মাইক বন্ধ রাখার প্রতিশ্রুতিও দেন পূজা উদযাপন কমিটির নেতারা।
অন্যদিকে, জামায়াতের পক্ষ থেকে পূজা ও ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। অতীতে যেমন সব ধর্ম-বর্ণের মানুষ নিরাপদ ছিল, বর্তমানেও রয়েছে, ভবিষ্যতেও থাকবে।