এডিশন ডেস্ক::
৫২তম গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ের সেমিফাইনালে দুর্দান্ত খেলায় ফাইনালে উঠলো ধূমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।
মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর সকালে অনুষ্ঠিত খেলায় বিদ্যালয়ের অধিনায়ক শ্যামলী মুন্ডার নেতৃত্বে টাইব্রেকারে ৪-৩ গোলে শক্তিশালী প্রতিপক্ষ আড়পাংগাশিয়াকে পরাজিত করে তারা ফাইনালের টিকিট নিশ্চিত করে।
খেলার নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। স্নায়ুচাপের মুহূর্তে অসাধারণ দক্ষতা দেখিয়ে ধূমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবলাররা জয় ছিনিয়ে আনে। খেলায় জয়সূচক গোলটি করেন মৈত্রী মন্ডল, যা পুরো মাঠে উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সমর্থকরা খেলা শেষে মাঠে ঢুকে খেলোয়াড়দের অভিনন্দন জানান। দলটির অধিনায়ক শ্যামলী মুন্ডা বলেন, “এই জয়ে আমাদের আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে। ফাইনালেও আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করবো।”
উপজেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।