এডিশন ডেস্ক::
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র খানজাহান আলী থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করেছে।
মঙ্গলবার খানজাহান আলী থানা পুলিশ এর একটি টিম মশিয়ালী এলাকায় অভিযান চালায়। অভিযানে খানজাহান আলী থানার মামলা নং-৩, তারিখ- ০৯ জানুয়ারি ২০১৮ খ্রি., জি আর নং-৩, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(ক) মূলে ১ বছর ৬ মাসের সশ্রম কারাদন্ড এবং ৫,০০০ টাকা জরিমানা অনাদয়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী রাজিব শেখ, পিতা-লোকমান শেখ, সাং-মশিয়ালী, থানা-খানজাহান আলী, খুলনাকে গ্রেফতার করে ।
বুধবার গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।