এডিশন ডেস্কঃ
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটী সামসুল উলুম মাদ্রাসার উন্নয়নে মোল্লা মাকসুদুল ইসলামের আর্থিক অনুদান প্রদান।
খুলনার দিঘলিয়ার বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও মানবিক ব্যক্তিত্ব জনাব মোল্লা মাকসুদুল ইসলাম সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এবার সেনহাটী সামসুল উলুম মাদ্রাসা (কাটানি পাড়া), সেনহাটী’র অবকাঠামো উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। মাদ্রাসার উন্নয়ন কাজে সহায়তার জন্য আজ ২৪ শে অক্টোবর বুধবার সকালে তিনি ১০ ব্যাগ সিমেন্ট ক্রয়ের জন্য ৫,০০০ (পাঁচ হাজার) টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
তার পক্ষ থেকে সাবেক ইউপি সদস্য ও সমাজসেবক শেখ সালাম এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ আলী উদ্দিন অনুদানের অর্থ মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।
এছাড়া মো: আলীবুদ্দীনসহ স্থানীয় আরও কয়েকজন প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন। অনুদান গ্রহণের পর মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যরা সমাজসেবক মোল্লা মাকসুদুল ইসলামের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
জনাব মাকসুদুল ইসলাম বিভিন্ন সময়ে শিক্ষা, সমাজকল্যাণ ও মানবিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা প্রতিষ্ঠানকে সহযোগিতা করা এবং সমাজ উন্নয়নে নিজেকে নিবেদিত রাখার কারণে তিনি এলাকায় একজন মানবিক সমাজসেবক হিসেবে সবার কাছে পরিচিত। তার এই উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে স্থানীয়রা মনে করেন।