এডিশন ডেস্কঃ
নরসিংদী জেলা শহরের কোঠাবাড়ি শপিং কমপ্লেক্সে আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন ফ্যাশন হাউজ “Hashi Fashion”-এর শুভ উদ্বোধন।
ফ্যাশনপ্রেমীদের জন্য আকর্ষণীয় ও আধুনিক পোশাকের সমাহার নিয়ে যাত্রা শুরু করছে এই ব্র্যান্ড। আধুনিক ডিজাইন, মানসম্মত কাপড় ও সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের জন্য থাকবে বৈচিত্র্যময় কালেকশন।
“Hashi Fashion” এর মালিক প্রমিত সাহা বলেন, “নরসিংদীর তরুণ প্রজন্মকে আধুনিক ট্রেন্ড ও মানসম্মত পোশাকের সহজলভ্যতা দেওয়ার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস। আশা করি, সবার ভালোবাসা ও সহযোগিতা আমাদের এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে।”
উদ্বোধনী দিনে ক্রেতাদের জন্য থাকছে বিশেষ অফার ও চমকপ্রদ আয়োজন।