এডিশন ডেস্ক::
পঞ্চগড় জেলার দেবীগঞ্জে ৫০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল (মা’দ’ক) ট্যাবলেট সহ মাদক ডিলার ইমরানকে আ’ট’ক করেছে পুলিশ।
মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটার দিকে দেবীগঞ্জ উপজেলার ৮ নং দণ্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ শিমুলতলী গ্রামে ইমরানের নিজ বাড়ী হতে মাদক জাতীয় ৫০০ টি ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ ইমরান হোসেন (৪৮) প্রধানাবদ গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
তিনি ইতিপূর্বেও একই অপরাধে জেল খেটেছেন। জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শন এ এস এম মাইনুদ্দিন কবির জানান বিভাগীয় স্টাফ সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় দুজন সাক্ষীর উপস্থিতিতে আসামীর বাড়ির কক্ষ তল্লাশি চালিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ারে থাকা লাল রংয়ের একটি টিস্যু ব্যাগ থেকে মাদক জাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরো জানান আসামীকে গঠনাস্থল থেকেই হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে আসামীকে দেবীগঞ্জ থানায় সুপর্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য যে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ মামলাটি তদন্ত পরিচালনা করবে।
বিষয়টির দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা নিশ্চিত করেছেন।