এডিশন ডেস্কঃ
বাগেরহাটে সংসদীয় আসন সংখ্যা চারটি বহাল রাখার দাবিতে জেলা সম্মিলিত জোটের নেতাকর্মীরা বুধবার সকাল থেকে জেলা নির্বাচন অফিসের সামনে ব্যাপক অবরোধ ও বিক্ষোভ করেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধির নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা দাবি তোলেন যে, আসন কমালে জেলার রাজনৈতিক ভারসাম্য এবং ভোটারদের অধিকার ক্ষতিগ্রস্ত হবে।
নেতারা আরো বলেন, “যদি আমাদের যৌক্তিক দাবি মেনে নেয়া না হয়, আমরা ঢাকায় গিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবো।” বিরোধী প্রস্তাব পেশ হওয়ার পর থেকেই সড়কপথ ও সামাজিক স্তরে ব্যাপক আক্রোশ দেখা যাচ্ছে বলে তারা জানান।
স্থানীয় সাধারণ মানুষও পরিবর্তনের ছক নিয়ে উদ্বিগ্ন: তারা বলেন, আসন সংকোচনের ফলে প্রতিদ্বন্দ্বিতা ও এলাকাভিত্তিক সেবায় প্রতিকূল প্রভাব পড়বে। নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিক্রিয়ার অপেক্ষায় আন্দোলনকারীরা বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।