এডিশন ডেস্কঃ
অবশেষে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরষনে সরকার বিশেষ উদ্যোগ গ্রহন করেছেন।
পানি উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনীর তত্বাবধানে ৫ টি নদী খননের উদ্যোগ নিয়েছে, এর মধ্যে হরিহর নদীর ৩৫ কি. মি.তেলিগাতী নদী ২০ কি. মি.অপার ভদ্রা নদী ১৮. ৫কি.মি.টেকানদী ৭ কি. মি.ওশ্রী নদী ১ কি. মি.মোট ৮১. ৫ কি.মিটার নদী খনন কাজের দায়িত্ব পেলেন সেনাবাহিনী।
মোট ব্যয়ধরা হয়েছে ১৩ হাজার ৯শ,৯৮ কোটি টাকা সেনাবাহিনীর বিশেষ ক্রয় পদ্ধতিতে কাজটি করা হবে। একই সাথে ড্রেনেজ ব্যবস্থা, পানি নিস্কাশন,ও বৃক্ষ রোপন কর্মসূচির কাজও করা হবে।