এডিশন ডেস্ক :
যশোর শার্শা বাগআঁচড়া ইউনিয়নে গতকাল ২৪ সেপ্টেম্বর হিন্দুধর্মের মহিলাদের মাঝে শাড়ী উপহার বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং যশোর ১ ( শার্শা- বেনাপোল) আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান।

উপহার বিতরণকালে তিনি বলেন – শার্শার এই জনপদ সকল ধর্মের মানুষের জন্য সম্প্রীতির এক বন্ধনের এলাকা। বিগত দিনে হিন্দুধর্মের ভাই বোনদের নিয়ে রাজনীতি করা হয়েছে। আমরা এক সম্প্রীতীর বন্ধনের শার্শা দেখতে চাই। তিনি আসন্ন দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীকেও সচেতন এবং সহযোগিতা করার আহবান জানান।

উপহার বিতরণ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, নীল কমল সিংহ- উপজেলা পুজা উৎযাপন কমিটির সেক্রেটারি অসীম কুমার, কাইবা মন্দির কমিটির সেক্রেটারি গোবিন্দ মজুমদার, বাগআচঁড়া মন্দির কমিটির সেক্রেটারি পলাশ কুমার, সামটা মন্দির কমিটির সভাপতি অরুণ কুমার পাল, সামটা মন্দির কমিটির সেক্রেটারি সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।