এডিশন ডেস্ক::
সাতক্ষীরা তালায় কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবি শিক্ষার্থী উষসী মজুমদার নতুন কুঁড়ি ২০২৫ এ ইয়েস কার্ড অর্জন করেছে।
উল্লেখ্য এর আগে উষসী মজুমদার কাব স্কাউট, প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করে। সে কো- কারিকুলামে একজন প্রতিভাবান ছাত্রী।
তার এই অনন্য কৃতিত্বে বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নাজনিন আক্তার কেয়া সহ এই কৃতিত্বে যাদের অবদান তাদের অনেক দোয়া ও শুভকামনা আগামীর জন্য।