এডিশন ডেস্ক::
সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার ফাইনালে চ্যাম্পিয়নের মুকুট উঠলো ধূমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাথায়।
বৃহস্পতিবার অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী খেলায় দলটি দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে প্রতিপক্ষ বনশ্রী শিক্ষানিকেতনকে হারিয়ে কাঙ্ক্ষিত ট্রফি জিতে নেয়।
ফাইনাল খেলায় মাঠে নামার পর থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। প্রথমার্ধে উভয় দলই আক্রমণ–প্রতিআক্রমণে ব্যস্ত থাকলেও কোন দলই গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি। দর্শকদের চাপে ম্যাচের উত্তেজনা বাড়তে থাকে।
দ্বিতীয়ার্ধে খেলার ৩৫ মিনিটের মাথায় ধূমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ফরোয়ার্ড খেলোয়াড় চুমকি যোয়াদ্দার অসাধারণ কৌশলে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে জয়সূচক গোলটি করেন। গোলের পর মাঠে ও গ্যালারিতে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ১–০ ব্যবধানে বিজয়ী হয় ধূমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।
কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী বিজয়ী দলের কোচ ও খেলোয়াড়রা এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং জানান— ভবিষ্যতেও তারা কঠোর পরিশ্রম করে জেলা পর্যায়ে ভালো খেলার চেষ্টা করবেন। মাঠে উপস্থিত দর্শক ও সমর্থকরা খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ করেন এবং খেলোয়াড়দের প্রাণঢালা শুভেচ্ছা জানান।
এ বিজয়ের মাধ্যমে ধূমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শুধু শিরোপা জেতেনি, বরং উপজেলা পর্যায়ে নতুন ক্রীড়া দিগন্ত উন্মোচন করেছে