এডিশন ডেস্ক::
খুলনা জেলার পাইকগাছায় পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান এবং অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ কর্মসূচির আয়োজন করে।
জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভা মাঠের শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ পাইকগাছা উপজেলা সভাপতি মুফতী মাওলানা আহম্মদ আলী সরদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা -৬ আসনের দলীয় মনোনীত প্রার্থী হাফেজ আসাদুল্লাহ আল গালিব।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতা এম এ হাসিব গোলদার ।
আবু রায়হান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী জুনায়েদুর রহমান, জামায়াতের পৌর আমীর ডাঃ জিএম আসাদুল হক, নায়েবে আমীর স ম আব্দুল্লাহ আল মামুন, এস এম সাব্বির আহমেদ, হাফেজ নাইম ও মাষ্টার রশিদ।