এডিশন ডেস্ক::
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলার আশাশুনিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২ টায় কেন্দ্র ঘোষিত ৫-দফা দাবি আদায়ের লক্ষ্যে আশাশুনি উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
শত শত লোকের অংশগ্রহনে মিছিলটি উপজেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমীর আলহাজ্ব মাওলানা শফিকুল ইসলাম।
উপজেলা সেক্রেটারী ডাঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন-বাংলাদেশ মুজাহিদ কমিটির আশাশুনি ছদর মোঃ জহিরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের দক্ষিণ জেলা সভাপতি ডাঃ ইসহাক আলি,ইসলামী শ্রমিক আন্দোলনের আশাশুনি সভাপতি ক্বারী মোঃ কায় কাউস,মুজাহিদ কমিটির ইমাম কাম অডিটর মাওলানা হাফিজুল ইসলাম,উপজেলা শিক্ষক ফোরাম সভাপতি প্রফেসর ওজিয়ার রহমান,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদ হাফেজ মাওলানা মোঃ মিজানুর রহমান,প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আমান উল্লাহ,ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি এস এম সিফাত উল্লাহ,ওলামা মাশায়েখ আয়াম্মান উপদেষ্টা হাফেজ মাওলানা মুফতি হামিদুল্লাহ,উপজেলা যুব আন্দোলন সভাপতি আল আমিন হোসেন,সদর ইউনিয়ন সভাপতি মোঃ রুহুল আমিন,সেক্রেটারী ইউনুস আলী প্রমুখ। সমাবেশে বক্তারা বলেছেন-জুলাই ঘোযনা,জুলাই সনদ বাস্তবায়ন,পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফাদাবী আদায় না হওয়া পর্যন্ত বাংলার মাটিতে কোন নির্বাচন হতে দেওয়া হবে না।