এডিশন ডেস্ক::
খুলনা মহানগরীর চারটি থানায় যুব অধিকার পরিষদের কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত কাউন্সিলের ফলাফল ঘোষণা করা হয়েছে।
২৬ শে সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খুলনা নগরীর শিববাড়ি মোড়ের বাপুস অডিটরিয়ামে বাংলাদেশ যুব অধিকার পরিষদ খুলনা মহানগরীর আওতাধীন (খুলনা সদর, সোনাডাঙ্গা, লবনচড়া ও আরংঘাটা) থানা সমূহের নতুন নেতৃত্বে নির্বাচনের জন্য সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিনটি পদে কাউন্সিল অনুষ্ঠিত হয়।
উক্ত কাউন্সিলে খুলনা সদর থানা যুব অধিকার পরিষদের সভাপতি প্রার্থী নজরুল ইসলাম ৫১ ভোট এবং সিধান চক্রবর্তী ২৬ ভোট। সাধারণ সম্পাদক প্রার্থী মো: আল মামুন ৫৭ ভোট এবং রফিকুল ইসলাম রাজু ২০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইমন শেখ ৪৯ ভোট এবং উজ্জ্বল চন্দ্র রায় ৩০ ভোট।
সোনাডাঙ্গা মডেল থানার সভাপতি পদে মাহবুবুর রহমান মিলন ১৭ ভোট এবং এস এম তারেক ০৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মিঠু শেখ ১৮ ভোট এবং মো: আলী আকবর সানা ০৩ ভোট সাংগঠনিক সম্পাদক পদে মো: ওবাইদুল ১৯ ভোট এবং মোঃ রেজাউল ইসলাম ০২ ভোট।
লবণচরা থানার সভাপতি পদে মো: দিদারুল ইসলাম ১৪ ভোট এবং মোঃ সোহানুর রহমান সোহান ০৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুর রহিম ১৭ ভোট এবং মো: ফয়সল শেখ ০৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আজহারুল গাজী ১৬ ভোট এবং সাফিস ইসলাম মুন্না ০৩ ভোট।
আড়ংঘাটা থানা সভাপতি পদে রবিউল ইসলাম রবি মল্লিক- ২১ ভোট এবং মোছাম্মৎ মুক্তি খাতুন ০২ ভোট। সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ মোড়ল ২১ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে কাইয়ুম আহমেদ রবিন-১৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচন চলাকালীন সময়ে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটি যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক – সৈয়দ রাসেল মুন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল আজিজ শেখ রুবেল ও প্রধান প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন রবিউল ইসলাম পলাশ এবং
সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মো: বিদার শিকদার, খাইরুল ইসলাম, জুবায়দ শেখ সম্রাট, তানভীর হোসেন সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, শাহিন আহমেদ, রাকিব হোসেন, মো: মেহেদী তরফদার ও মো: রাকিবুল ইসলাম।
নির্বাচনী ফলাফল ঘোষণা করেন প্রধান সহকারী নির্বাচন কমিশনার মোঃ বিদার শিকদার।