এডিশন ডেস্ক::
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সেনহাটী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জনাব আরিফুল ইসলামের বদলীজনিত বিদায় সংবর্ধনা আজ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান শিক্ষক এস এম ফরহাদ হোসেন, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও বিদ্যালয়ের কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা প্রদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্বশীলতা, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে ইউএনও আরিফুল ইসলাম দিঘলিয়া উপজেলাকে সেবার দিক থেকে সমৃদ্ধ করেছেন। শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় তার কার্যকর দিকনির্দেশনা, সততা ও দূরদর্শিতা বিদ্যালয়ের উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার প্রশাসনিক দক্ষতা ও মানবিক নেতৃত্ব দিঘলিয়ার মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
উপস্থিত শিক্ষক ও কর্মচারীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার বিদায় দুঃখজনক হলেও আগামী কর্মজীবনে তিনি আরও বড় দায়িত্বে গিয়ে সুনামের সাথে কাজ করবেন—এটাই সকলের প্রত্যাশা। শেষে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়।
বিদায়ের আবেগঘন মুহূর্তে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় স্মরণীয় পরিবেশ।