এডিশন ডেস্কঃ
অভয়নগরে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটরিয়ামে নওয়াপাড়া কলেজ সভাপতি ফয়সাল আহমেদের সঞ্চালনায় উপজেলা শিবিরের সভাপতি আমানউল্লার সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা পূর্ব শাখা ছাত্রশিবিরের সভাপতি এম এম আশিকুজ্জমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অন্যান্য নেতৃবৃন্দ।অভয়নগর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক শিক্ষার্থী উপস্থিত হয় নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে ।
শিক্ষার্থীরা জানায় এমন একটি অনুষ্ঠানে আসতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছে। এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীরা অনেকেই তাদের অনুভূতি ব্যক্ত করতে যেয়ে তাদের ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরে এ সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের সামনে।