এডিশন ডেস্কঃ
জনৈক বিকাশ রক্ষিত(৪৩) এর খুলনা সদর থানাধীন কেডি ঘোষ রোডস্থ মোল্যা মার্কেটে বিকাশ জুয়েলারী ষ্টোর নামক স্বর্ণের দোকানদার। তার দোকানে সংকর কুমার পাল (৪১) স্বর্ণের কারিগর হিসাবে কাজ করত। গত ২০/০৯/২০২৫ তারিখ সংকর কুমার পাল দোকানের ক্যাশে থাকা নগদ ৩,০০,০০০ টাকা এবং ৬ ভরি ১২ আনা ২১ ক্যারেট গিনি স্বর্ণ, যার মূল্য অনুমান ১২,৪২,০০০/-(বারো লক্ষ বিয়াল্লিশ হাজার) টাকা নিয়ে চলে যায়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে বাদী বিকাশ রক্ষিত এর এজহারের ভিত্তিতে খুলনা সদর থানার মামলা রুজু করা হয়। তৎপ্রেক্ষিতে খুলনা সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ০৮.৩০ ঘটিকায় মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন তেরশ্রী বড়ুলিয়া ঘোষপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে সংকর কুমার পাল (৪১), পিতা-আকালী চন্দ্র পাল, সাং-তেরশ্রী, বড়ুলিয়া ঘোষপাড়া, থানা-ঘিওর, জেলা-মানিকগঞ্জকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১ ভরি ৫ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।