এডিশন ডেস্ক::
বাছাইকৃত সাথীদের নিয়ে দুই দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
শনিবার সমাপনী দিনে শাখা সভাপতি মহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসাইন সাঈদী।
দুই দিনব্যাপী আয়োজনে আরও উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জি. সিরাজুল ইসলাম, বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক আলমগীর মোহাম্মদ ইউসুফসহ সাবেক ও বর্তমান কেন্দ্রীয় এবং শাখার দায়িত্বশীল বৃন্দ।