এডিশন ডেস্ক::
যশোরের শিল্প ও বাণিজ্যিক নগরী নওয়াপাড়া থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিয়ানে ৩০ পিস ইয়াবা সহ মোঃ সুমন খাঁ (৩৯) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
২৮ সেপ্টেম্বর রবিবার বিকাল ৪ টায় নওয়াপাড়া পৌরসভার মশরহাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক সুমন খাঁ মশরহাটি এলাকার মৃত আহম্মদ খাঁর পুত্র।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম হোসেন জানান আটক সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জনাব মদন মোহন সাহা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেছেন।