এডিশন ডেস্কঃ
বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নের ৩ নং করিমপুর ওয়ার্ডের বিএনপি কার্যালয়ের সামনে ওয়ার্ড বিএনপি, ওয়ার্ড যুবদল,কৃষকদল ও ছাত্রদলের উদ্দ্যোগে ওয়ার্ড যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় করিমপুর ওয়ার্ডের সভাপতি মোঃ বাচ্চু খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠিত যুবদলের এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামছুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ এখলাস হোসেন, যুগ্ম সম্পাদক এফ, এম আসলাম হোসেন ও জামদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দাউদ হোসেন।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে বিএনপি নেতা শওকত হোসেন, হিরু আহম্মেদ, মাহাবুবুর রহমান, পৌর যুবদলের আহবায়ক মামুন হোসেন, রফিকুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ। অত্র কর্মী সম্মেলন প্রোগ্রামের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা আসলাম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামছুর রহমান বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলের জুলুম-নির্যাতনের ইতিহাস তুলে ধরেন, বাঘারপাড়ার নেতা-কর্মীদের প্রতি অত্যাচারের ইতিহাস বর্ননা করেন। পরিশেষে তিনি বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া এলাকার আসনে সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আয়ুব সাহেকে ধানের শীষে ভোট প্রদান ও সকল ভোটারদের ভোট সংগ্রহের জন্য সকল কর্মীদেরকে নিরলসভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।