এডিশন ডেস্কঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
পরিদর্শনে নেতৃত্ব দেন সাতক্ষীরা-০৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি পূজামণ্ডপ পরিদর্শন শেষে বলেন, “বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া উচিত। পারস্পরিক ভালোবাসা, সহনশীলতা ও শ্রদ্ধা আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাই সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে।”
তিনি আশা প্রকাশ করেন, এবারের দুর্গাপূজা শান্তি ও শৃঙ্খলার মধ্য দিয়ে সম্পন্ন হবে এবং জাতীয় জীবনে সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধন আরও শক্তিশালী করবে।
এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সূরা সদস্য আলহাজ্ব মাওলানা আব্দুল মজিদ, ইউনিয়ন আমির আলহাজ্ব ডা. মো. রুহুল আমিন, নায়েবে আমির গাজী মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি গাজী আশরাফুল আলম, বাইতুল মাল সম্পাদক আলহাজ্ব মো. আবুল হোসেন, বিজ্ঞান ও তথ্য সম্পাদক গাজী নজরুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. ফারুক হোসেন, পেশাজীবী সংগঠনের সেক্রেটারি মো. রাশিদুল ইসলাম, যুব জামায়াত সভাপতি মো. হাসানুল বান্না, সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম, সেক্রেটারি রাজু আহমেদ, শ্রমিক কল্যাণ সভাপতি নূর আলম, সেক্রেটারি মো. আশরাফ হোসেন, ইউনিয়ন মিডিয়া প্রতিনিধি আবু হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।