এডিশন ডেস্কঃ
সাতক্ষীরা জজ কোটের দীর্ঘদিনের আইনজীবী সহকারি (বর্তমানে কর আইনজীবী) মোঃ মোজাফ্ফ হোসেন ২৮ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় ঢাকা ইবনে সিনা হাসপাতালে মৃত্যু বরণ করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাযা নামাজ ২৯ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১ ঘটিকার সময় সাতক্ষীরা জেলা কালেক্টর মসজিদের সামনে অনুষ্ঠিত হয়, নামাজের ইমামতি করেন আঁগরদাড়ি কামিল মাদ্রাসার সভাপতি মুহাদ্দিস আব্দুল খালেক।
জানাজা পূর্ব বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমির উপাধাক্ষ শহীদুল ইসলাম মুকুল, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আবুবক্কার সিদ্দিক, ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দৌলা সাগর, আইনুদ্দিন মহিলা মাদ্রাসা সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম। মরহুমের বড় ভাই মোঃ আতিয়ার রহমান প্রমুখ।
উল্লেখ্য মরহুম মোজাফফর হোসেন সম্প্রতি কর আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। তিনি ৯ নং ওয়ার্ডের জামায়াত ইসলামির সাবেক সেক্রেটারির দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন সদা হাস্যজ্জল এবং নিয়মিত নামাজি ব্যক্তি।
জানাজা নামাজে আইনজীবী, আইনজীবী সহকারী ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ উপস্থিত ছিলেন।