এডিশন ডেস্ক::
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নগরীতে জাল টাকা উদ্ধার অভিযান চালিয়ে একজনকে আটক করেছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) রাতে খানজাহান আলী থানার পথের বাজার চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃত ব্যক্তির নাম শহিদ গোলজার (৫২)। তিনি মৃত মান্নান গোলজারের ছেলে এবং খুলনার বটিয়াঘাটা উপজেলার কল্যানশী এলাকার বাসিন্দা।
কেএমপি জানায়, তার হেফাজত থেকে ২৮ হাজার টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় খানজাহান আলী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষায় কেএমপি নগরজুড়ে টহল ও তল্লাশি কার্যক্রম আরও জোরদার করেছে বলে পুলিশ জানিয়েছে।