এডিশন ডেস্ক::
খুলনার দিঘলিয়া উপজেলার ৭নং ওয়ার্ডের (গোলার ঘাট থেকে উপজেলাগামী) একমাত্র প্রধান সড়কের বেহাল দশা ও চরম জনদুর্ভোগের প্রতিবাদে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর, ২০২৫) সকালে ফরমাইশখানা এলাকায় এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ায় এবং বারবার দাবি জানানোর পরও সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসী এই কর্মসূচির আয়োজন করেন।
সকাল ১১টায় শুরু হওয়া এই মানববন্ধনে এলাকার সকল শ্রেণী মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ভাঙা সড়কের চিত্র ও ছোট-বড় দুর্ঘটনার ছবি প্রদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। কিছুদিন ধরে সড়কটি মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, দিঘলিয়া উপজেলার সাথে যোগাযোগের এই গুরুত্বপূর্ণ সড়কটি শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ সাধারণ মানুষের নিত্যদিনের যাতায়াতের প্রধান মাধ্যম। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পুরো সড়কটি এখন খানাখন্দ ও ভাঙাচোরায় ভরা ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে। বক্তারা অভিযোগ করেন, বেহাল দশার কারণে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন এবং কয়েকটি যানবাহন উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে।
বক্তারা আরও জানান, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে বার বার দাবি জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা অবিলম্বে সড়ক সংস্কারের কাজ শুরু করার দাবি জানান এবং হুঁশিয়ারি দেন যে, দ্রুত উদ্যোগ না নেওয়া হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।অনুষ্ঠানের সভাপতি পারভেজ সাজ্জাদ বাবলা বলেন, রাস্তাটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয়দের উদ্যোগে সাময়িক মেরামত করা হলেও তা কোনো স্থায়ী সমাধান নয়। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জরুরি ভিত্তিতে সরকারি উদ্যোগ গ্রহণ করে রাস্তাটির টেকসই উন্নয়নের আহ্বান জানান, যাতে এলাকাবাসী নিরাপদ চলাচলের নিশ্চয়তা পায়।অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল কাদের জনি। তিনি জানান, সাময়িক সংস্কার নয়, বরং থোক বরাদ্দের বাইরে গিয়ে ইঞ্জিনিয়ার এলজিডির মাধ্যমে টেকসই রাস্তা নির্মাণ করা অত্যন্ত জরুরি। তিনি দীর্ঘমেয়াদী সুবিধা নিশ্চিত করতে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জহিদুল ইসলাম, মোল্ল হাসিবুর রহমান সাদ্দাম, মোহাম্মদ আলী টুটুল, খান সজীব, আনোয়ার হোসেন, মোল্লা লোকমান হোসেন, খান আব্দুল কুদ্দুস, হাফিজুর রহমান নবী, হায়দার, সায়লক, মেহেদী হাসান, আবিদ আজাদ, সায়েস্তা খান, রমজান, মনির, ফিরোজ খান, প্রমুখ এবং ফরমাইশখানা ও ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ। উপস্থিত সকলে সরকারের প্রতি দ্রুত সড়ক সংস্কারের জোর দাবি জানান।