এডিশন ডেস্কঃ
গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম সিরাজুল ইসলাম সিরাজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শারদীয় দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন, গণসংযোগ, লিফলেট বিতরণ এবং সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠান করেছেন।
আজ বিকেল চারটায় গোপালগঞ্জ সদর উপজেলার চাপতা বাজার থেকে শুরু করে সাতপাড়, গান্ধিয়াশুর, বৈলতলী, কংশুর সহ বিভিন্ন স্থানে উপস্থিত হয়ে হিন্দু ধর্মালম্বীদের সবথেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন, গণসংযোগ লিফলেট বিতরণ এবং সংক্ষিপ্ত সভা করেন।
এ সময় তিনি বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন এবং বিভিন্ন মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় উপস্থিত জনতার কাছে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দাবি করেন।
সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, আমরা গোপালগঞ্জে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করি। আজ আমি আপনাদের কাছে এসেছি আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনি বলেন, আপনারা সবাই ধানের শীর্ষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমি কথা দিচ্ছি আগামীতে আমি উন্নয়নের রোল মডেল হিসেবে গোপালগঞ্জকে সামনে নিয়ে আসবো। একই সাথে তিনি বলেন যদি কোন হিন্দু ভাইদের প্রতি অন্যায় অত্যাচার করা হয় তাহলে আমার দরজা সকলের জন্য খোলা। যদি আপনাদের কারো সমস্যা হয় তাহলে যে কোন সময় আমাকে জানাবেন আমি আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।
এ সময় তিনি আরো বলেন, আমরা গোপালগঞ্জের মানুষের স্বচ্ছ ভোট প্রদান নিশ্চিত করব। মানুষ এই নির্বাচনে শান্তিতে ভোট দিতে পারবে। অন্তত একটি বার হলেও বিএনপির মনোনীত প্রার্থী কে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান তিনি। এ সময় বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।