এডিশন ডেস্কঃ
বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাগেরহাটের ‘রূপকার’ খ্যাত জননেতা এম এ এইচ সেলিমকে ঘিরে আবারও জাগ্রত হলো হাজারো নেতাকর্মীর ভালোবাসা ও আস্থা। মঙ্গলবার (আজ) তিনি বাগেরহাট জেলা জজ কোর্টে বিগত সরকারের আমলে দায়ের হওয়া একটি মিথ্যা মামলার শুনানিতে অংশ নিতে আসেন।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এম এ এইচ সেলিম বলেন, “জনগণ যদি আমাকে চায়, তাহলে আমি আবারও জনগণের তথা বাগেরহাটের সেবা করতে চাই।”
স্থানীয় সাধারণ মানুষের ভাষ্য মতে, শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত তার আমলে গড়ে ওঠা সেতু, রাস্তা, ঘাট ও বিদ্যুতায়নের প্রকল্প আজও টিকে আছে। বহুবার ক্ষমতার পালাবদল হলেও এম এ এইচ সেলিমের উন্নয়নের ছাপ বাগেরহাটে অমলিন।
জনগণের প্রত্যাশা— এম এ এইচ সেলিম আবারো সক্রিয় হলে বাগেরহাটের উন্নয়নে নতুন গতি আসবে।