এডিশন ডেস্কঃ
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সর্বজনীন পূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস।
গত ২৯ সেপ্টেম্বর (সোমবার) দুপুর ২টার দিকে পূজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মোট ১৯ জন অসহায় সনাতন ধর্মাবলম্বীকে সহযোগিতা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগআঁচড়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন কুমার গোস্বামীর সঞ্চালনায় কুদ্দুস আলী বিশ্বাস বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের শার্শা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির এলাকা। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই সহযোগিতা সামান্য হলেও তাদের জন্য স্বস্তি বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি।
এ সময় আরও বক্তব্য রাখেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু ও সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির। তারা বলেন, বিএনপি সবসময় জনগণের দুঃখ-কষ্টে পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য, শার্শা উপজেলা যুবদলের সদস্য আলি বাবর বাবু, ছাত্র নেতা শাহাজামাল বাবুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, পূজা মণ্ডপে উপস্থিত হয়ে রাজনৈতিক নেতাদের এ সহযোগিতা শুধু আর্থিক সহায়তাই নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে।