এডিশন ডেস্ক::
খুলনায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করা হয়েছে তানভীর হাসান শুভ (২৯) নামের এক যুবককে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত তানভীর এর বাড়ি দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা ৩নং ওয়ার্ডে।
আত্মীয়সূত্রে জানা যায়, রাতে নিজ রুমে হেডফোন কানে গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছিলেন শুভ। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পরিবারের সদস্যরা হঠাৎ শব্দ শুনে তার রুমে গেলে জানালা দিয়ে গুলি চালানোর আলামত পান। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
শুভকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জানান, তার শরীরে গুলি লেগেছে এবং দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তবে সকাল সাড়ে ৬টার দিকে খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ জানায়, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুমেক মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয়দের ভাষ্য, নিহত শুভ দীর্ঘদিন ধরে একটি আন্তর্জাতিক মার্কেটিং কোম্পানির জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন।
ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।