পাইকগাছায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার বিকালে উপজেলার সোলাদানা ও লস্কর ইউনিয়নের সীমান্তের কড়ুলিয়া নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে আমুরকাটা সার্বজনীন দূর্গা মন্দির।
বুধবার অনুষ্ঠিত প্রতিযোগিতায় দাকোপের রত্নাতরী ও কল্পতরী, গড়ইখালী শান্তার আলমশাহী সহ ৩টি নৌকা বাইচ দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতা দেখতে দুপুর থেকেই দর্শনার্থীরা আসতে শুরু করে।
শুরুর আগেই নদীর দু’পাড় কানায় কানায় ভরে যায় দর্শনার্থীতে। পুরো বাইচ উপভোগ করার জন্য অনেক দর্শনার্থী ইঞ্জিন চালিত নৌকায় চড়ে প্রতিযোগিতা উপভোগ করেন। গ্রাম বাংলার জনপ্রিয় নৌকা বাইচ প্রতিযোগিতা শিশু, নারী পুরুষ সহ সব শ্রেণির দর্শনার্থীদের মুগ্ধ করে। শিশু দর্শনার্থী শেখ জায়ান জাররার ও ইশমাম জাররার বলেন এবারই প্রথম কোন নৌকা বাইচ প্রতিযোগিতা দেখলাম।
খুব মজা পেয়েছি প্রতিযোগিতা দেখে। নৌকায় চড়ে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার আনন্দই আলাদা। এর আগে কোন প্রতিযোগিতা দেখে এত আনন্দ কখনো হয়নি। বিশেষ বিশেষ সময়ে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা উচিত বলে জানান গৃহবধূ সাহী সুলতানা। প্রতি বছরের ন্যায় এবছর ও প্রতিযোগিতা দেখতে এসেছিলেন বলে জানান ইলিয়াস হোসেন।
এবারই প্রথম পরিবারের সবাই কে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখেছেন এবং পরিবারের সবাই অনেক আনন্দ করেছেন বলে জানান ব্যাংক কর্মকর্তা শেখ জাহিদুজ্জামান হ্যাপী। নৌকায় চড়ে প্রতিযোগিতা উপভোগ করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট মোমরেজুল ইসলাম ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী।
এডভোকেট মোমরেজুল ইসলাম বলেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। এর সাথে বাঙালির ঐতিহ্য মিশে রয়েছে। এটা যাতে হারিয়ে না যায় সেই উদ্যোগ নিতে হবে। আমিরুল ইসলাম কাগজী বলেন নৌকা বাইচ বাঙালির ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির অংশ।
দেশের আবহমান গ্রাম বাংলার এ ঐতিহ্য সংরক্ষণ করতে সবাই কে এগিয়ে আসতে হবে এবং প্রতি বছর এর আয়োজন করতে হবে।
প্রতিযোগিতায় দুটি দলকে পরাজিত করে গড়ইখালী শান্তার আলমশাহী নৌকা বাইচ দল চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগীতা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক।
প্রতিযোগিতা শেষে মন্দির কমিটির সভাপতি সমীরণ কুমার মন্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।