এডিশন ডেস্কঃ
সাতক্ষীরার তালায় আলোকিত যুব সংঘের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী আজ শুক্রবার (৩ অক্টোবর) সকালে তালা সদর ইউনিয়নের নূরুল্লাপুর (রহিমাবাদ) সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মোতাহার বিল্লাহ ফুয়াদ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার বলেন সমাজ থেকে মাদক নির্মূলে যুবকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার উপপরিচালক সৌকত মোহন্ত, তালা থানার এস আই শাহিনুর রহমান। যুব দলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ, ব্যবসায়ী ইদ্রিস আলী, মাষ্টার আব্দুস সবুর, জোয়ার্দার হাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আইয়ুব আলী, রাজিন শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
বৃক্ষরোপণ, কেক কাটা, বৃক্ষ বিতরণ ও ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন হয়।
উল্লেখ্য, ১৮ জুলাই ২০২৫ তালা উপজেলার রহিমাবাদ গ্রামকে জেলা প্রশাসক আদর্শ গ্রাম হিসাবে ঘোষনা করেন।এই গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত যুব সংঘ।