এডিশন ডেস্কঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জে আজ শুক্রবার অনুষ্ঠিত হলো আদিবাসী মিলন মেলা। শুধু তাই নয় এখানে পছন্দ হলেই পারিবারিক ভাবে বিয়ে দেয়া হয়।
শোনা যায়, এই মেলাতেই নাকি মিলে যায় পছন্দের জীবনসঙ্গী। ইচ্ছেমতো পছন্দ করে মনের মতো জীবনসঙ্গী খুজে নেয়া যেন এক অকাল্পনীয় ব্যাপার। হ্যা এটা দুই শত বছরের পুরনো ঐতিহ্য। এখানে পছন্দ হলে একে অপরকে পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়।
এটি দিনাজপুর জেলার, বীরগঞ্জ উপজেলায় প্রতি বছর ০৩ অক্টোবর মেলাটি অনুষ্ঠিত হয়।