খুলনা এডিশন::
বান্দরবানের লামায় ভ্রমন করতে এসে মাতামুহুরী নদীতে দুই বন্ধু গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছে ঢাকার মিরপুরের বাসিন্দা মো: সোহান(২৭) নামের এক পর্যটক।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১টার দিকে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিনঝিরি সাদা পাহাড় মাতামূহুরী নদীর ঘাটে এ ঘটনা ঘটে। সোহানসহ তাঁর সঙ্গীয় বন্ধুরা হোয়াইট পিক স্টেশন রিসোর্টে বুকিং নিয়ে অবস্থান করছিলো।
নিখোঁজ সোহান পিতা- আবু হান্নান সরকার এর বাড়ী ইউসিবি চত্বর, মিরপুর, ঢাকা। একই সাথে নদীতে গোসল করতে নেমে জীবিত রয়েছে মোঃ শাকিল (২৭) পিতা- তারা মিয়া। তাঁ বাড়ী খাজানগর, নবীনগর পৌরসভা থানা- নবীনগর জেলা- ব্রাহ্মণবাড়িয়া বর্তমানে- লালবাগ,ঢাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুজন পর্যটক রিসোর্টের পাশের মাতামুহুরী নদীতে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ নদীর প্রবল স্রোতে পড়ে যান ঢাকার মিরপুরের বাসিন্দা মো. সোহান। তিনি পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। তার সঙ্গে থাকা আরেক পর্যটক মো. শাকিল সাঁতার কেটে কোনোমতে তীরে উঠতে সক্ষম হন।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার সন্ধান মেলেনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে’র লামা স্টেশনের সাব অফিসার মো. আবদুল্লাহ জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে নিখোঁজ পর্যটককে উদ্ধারে চেষ্টা চালানো হয়। দুই ঘন্টা ধরে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি চালিয়ে সোহানকে উদ্ধার করা সম্ভব হয়নি। এখন উদ্ধারের জন্য চট্টগ্রামে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, নিখোঁজ পর্যটক সেহানকে উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা কাজ করছে।
এডিশন ডেস্ক/NH/01